আবাস যোজনায় ঘর না পেয়ে হাওড়ায় খোদ দলের কর্মীর বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের জেলা সভাপতি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: আবাস যোজনায় ঘর না পেয়ে খোদ দলের কর্মীর বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের জেলা সভাপতি। হাওড়ার মুন্সিরহাটের ঘটনায় উত্তেজনা। এক রক্তদান শিবিরে গিয়ে তৃণমূল কর্মীর ক্ষোভের মুখে পড়েন ডোমজুরের বিধায়ক তথা হাওড়া জেলা সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ।

কল্যাণ ঘোষের গাড়ির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান শেখ সাইদুল নামের এক তৃণমূল কর্মী। আবাসের ঘর না পেয়েই বিধায়ককে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন তিনি। মন্ত্রী অরূপ রায় ও জগৎবল্লভপুরের বিধায়কও উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে।

জানা গেছে, শনিবার জগৎবল্লভপুরের মুন্সিরহাট এলাকায় একটি রক্তদান শিবিরে এসে ওই ক্ষোভের মুখে পড়েন কল্যাণ। তাঁর গাড়ির সামনে শেখ সইদুল নামের এক ‘তৃণমূল কর্মী’ নিজের ক্ষোভ উগরে দিয়ে বলেন তৃণমূল করতে গিয়ে জেল খেটেছি। অথচ নেতারা আমায় দেখে না। আমি কষ্ট করে থাকি। কিন্তু আমি ঘর পাইনি।

এই মন্তব্যের পর অন্য তৃণমূল কর্মীরা সইদুলকে সরিয়ে নিয়ে যান। এই প্রসঙ্গ কল্যাণ ঘোষ এড়িয়ে গিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সেজন্য তাঁরা পথে নেমেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 3 =