নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার পুলিশে বড়সড় সাফল্য। গাঁজা পাচারকারীকে ধরতে তৎপর ছিল কাঁথি থানার পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে কাঁথি শহরের একটি বাড়ীতে হানা দেয়। তারপরে বাড়ী থেকে ৩২ কোজি গাঁজা বাজেয়াপ্ত করে।
গাঁজা পাচারকারী ও বাড়ী মালিককে গ্রেফতার করে। কাঁথি থানার পুলিশ জানিয়েছে ধৃতরা হল কাঁথি থানার কুমারপুর বাসিন্দা মিলন রাউৎ ও নদিয়া জেলার শিখরপুর গ্রামের তাপস সরকার। মঙ্গলবার ধৃতদের তমলুক জেলা আদালতে পাঠায় পুলিশ। কাঁথি থানার পুলিশের পক্ষ থেকে ১০ দিনের পুলিশ হেফাজত আবেদন করেছে। উদ্ধার হওয়া গাঁজা বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। অটো গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ।
সূএের খবর, এক মাস ধরে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের বিভিন্ন এলাকায় অবৈধ মাদক পাচারকারীদের দাপট বাড়ছিল। মাদক পাচারকারীদের দাপটে স্কুল কলেজ পড়ুয়ার আসক্ত হয়ে পড়েছিল। পাচারকারীদের ধরতে কাঁথি থানার পুলিশ সক্রিয় হয়। সোমবার গভীর রাতে কাঁথি শহরের কুমারপুর এলাকায় একটি বাড়ীতে গাঁজা মজুত রয়েছে বলে পুলিশের কাছে এমনই খবর।
রাতেই পুলিশের কাঁথি শহরের মিলন রাউৎ বাড়ী ঘিরে ফেলো। বাড়ীতে তল্লাশি চালিয়ে ৩২ কোজি গাঁজা বাজেয়াপ্ত করে। পাচারকারী বাড়ীর মালিক ও সঙ্গী’কে গ্রেফতার করে। অটো গাড়ীটি বাজেয়াপ্ত করে পুলিশ।
কাঁথি থানার তদন্তকারী পুলিশ অফিসার সৌমেন মণ্ডল বলেন ” গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। দু’জন মিলে গাঁজা ব্যাবসা করতো। তদন্তে কারণে অভিয়ুক্তকে হেফাজতে চাওয়া হয়েছে “।