নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়না :: কাজ করেও টাকা মেলেনি। বকেয়া টাকা চাইতে গিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অসহায় শ্রমিক। বকেয়া টাকা চাইতেই শ্রমিককে ইট ভাটার গনগনে আগুনে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল ভাটারই দুই মালিকের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়না থানার দুবরাজপুরে কেজিবি ইট ভাটায়। পুলিশ জানিয়েছে আহত শ্রমিক শুভঙ্কর কোটাল (২৩) এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে পাঞ্জা লড়ছেন। খবর জানাজানি হওয়ার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। প্রথমে অভিযোগ দিতে অস্বীকার করলেও পরে সক্রিয়তা দেখিয়েছে প্রশাসন।
আহতের পরিবারের দাবী, এই ঘটনায় ভাটার মালিকদের বিরুদ্ধে ময়না থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ না নিয়েই ফিরিয়ে দিয়েছে। পরিবারের একমাত্র রোজগেরে যুবকের এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। শুভঙ্করের শরীরের অধিকাংশই (৮৫%) পুড়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। এই মুহূর্তে তাঁর অবস্থা সঙ্কটজনক।।