আবারও বেলঘরিয়া থেকে উদ্ধার হল সোনা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::বেলঘরিয়া :: আবারও বেলঘড়িয়া থেকে উদ্ধার হল সোনা। এবার প্রায় ১৮টি সোনার বাট উদ্ধার হয় যার ওজন প্রায় আড়াই কেজি। এই ঘটনায় ভিন রাজ্যের বাসিন্দা সহ চার জনকে গ্রেপ্তার করেছে বেলঘড়িয়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর গতকাল বেলঘরিয়া থানার পেট্রোলিং টিম গোপন সূত্রে খবর পায় বেলঘরিয়ার সলপথ বাগান এলাকায় সোনা পাচার হচ্ছে। সেই খবর পেয়েই সেখানে পৌঁছায় বেলঘরিয়া থানার পুলিশ। সেখান থেকেই ১৮ টি সোনার বার উদ্ধার করে পুলিশ। এরপরেই মহারাষ্ট্রের দুই বাসিন্দা নানাথ মাশাল, প্রবীণ ছাভান নামে দুজনকে গ্রেফতার করে ।

তাদের সঙ্গেই পার্শ্ববর্তী নদীয়া জেলার বাসিন্দা অজয় ঘোষ ও মঙ্গল হালদার নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তী সময় উদ্ধার হওয়া সোনার ওজন করলে দেখা যায় তার ওজন প্রায় আড়াই কেজি। চারজনকেই আজ ১৪ দিনের পুলিশি হেফাজত এর ব্যারাকপুর আদালতে তোলা হবে।

কোথা থেকে এই বিপুল পরিমাণ সোনা নিয়ে আসা হচ্ছিল সোনা কোথায় নিয়ে যাওয়া হত এবং তা দিয়ে কি করা হতো সমস্ত কিছু জানার চেষ্টা করবে তদন্তকারী আধিকারিকেরা, এমনটাই ব্যারাকপুর কমিশনারেট সূত্রে খবর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 4 =