মালদহ মেডিক্যাল কলেজে বেডের ওপর চলছে রোগী ইঁদুর দৈরথ – নির্বিকার হাসপাতাল প্রসাশন

কুমার মাধব   :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মালদহ মেডিক্যাল কলেজের মেঝেতে জড়িয়ে গুটিশুটি হয়ে শুয়ে রয়েছেন চল্লিশার্ধ্ব এক ব্যক্তি। কখনও তাঁর পায়ে, কখনও আবার মাথার উপরে খেলছে ইঁদুর। পরে, বিরক্ত হয়ে ইঁদুরটিকে চড়, থাপ্পড় মারছেন তিনি। মালদহ মেডিক্যালের রোগী ও ইঁদুরের ‘দ্বৈরথের’ এমনই ছবি এখন ভাইরাল সমাজ মাধ্যমে। অভিযোগ, পুরোনো ভবনের পাশাপাশি মেডিক্যালের ঝা চকচকে ভবনেও ইঁদুরের উপদ্রব ক্রমশ বাড়ছে।

রোগীর শয্যায় ইঁদুরের ‘দাপাদাপি’ নিয়ে উঠছে প্রশ্ন। ইঁদুরের উপদ্রব ঠেকাতে ‘পেস্ট কন্ট্রোলের’ জন্য রাজ্যের স্বাস্থ্য ভবনে চিঠি লেখা হয়েছে বলে জানান মালদহ মেডিক্যালের সুপার তথা সহ-অধ্যক্ষ পুরঞ্জয় সাহা। তিনি বলেন, “রোগীর শয্যায় ইঁদুরের বিষয়টি সহকারি সুপারদের খতিয়ে দেখতে বলা হয়েছে। এ ছাড়া পোস্ট কন্ট্রোলের জন্য স্বাস্থ্য ভবনকে জানানো হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − five =