নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: প্রতিবছরের ন্যায় মহা শিবরাত্রিতে বালির কল্যানেশ্বর শিব মন্দিরে পূজা সারলেন বেলুড় মঠের সন্ন্যাসী মহারাজরা। প্রায় ৪০০ বছরের ইতিহাস বহনকারী বালির এই কল্যানেশ্বর বাবার অবস্থান বালি কল্যানেশ্বর তলায়। একসময় কথিত আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর থেকে গঙ্গা পার করার সময় প্রচন্ড ঝড় বৃষ্টিতে কল্যানেশ্বর গঙ্গার ঘাটে নৌকা থামাতে হয়।
এতটাই ঝড় বৃষ্টি হচ্ছিল কল্যানেশ্বর মন্দিরে আশ্রয় নেয়। সেই সময় শিবের দর্শন এবং জ্যান্ত শিব বলে আখ্যা দেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তারপর থেকে প্রতি শিবরাত্রিতে এই শিব মন্দিরে জল ঢালতে আসতেন এবং ভক্তি ভরে শিব পূজায় ব্রতী হতেন।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব বলেছিলেন যে বালির এই কল্যানেশ্বর শিবলিঙ্গ জ্যান্ত শিবের প্রতীক। বেলুড় মঠ সেই রীতি মেনে চলেছেন আজও বেলুড় মঠের সাধারণ সম্পাদক এবং মঠের বহু সন্ন্যাসীরা, শিবরাত্রির দিন শিবের আরাধনা করেন।