সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: পঞ্চায়েত নির্বাচনের আগে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে দক্ষিণ২৪ পরগনা বিস্তীর্ণ এলাকা। যে কোন ভোট মানেই খবরের শিরোনামে উঠে আসে ভাঙড়ের নাম। আবারও ভাঙড়ে উদ্ধার হল বোমা। বস্তা ভর্তি বোমা উদ্ধার করল কাশীপুর থানার পুলিশ কর্মীরা। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই ভাঙড়ে উদ্ধার হচ্ছে বোমা এবং বন্দুক।
মঙ্গলবার গভীর রাতে কাশিপুর থানা পুলিশ কর্মীরা খবর পায় বানিয়ারা গ্রামে একদল দুষ্কৃতী বোমা মজুত করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বানিয়ারা খালপাড়ে হানা দেয় পুলিশ কর্মীরা। পুলিশের গাড়ি দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তারপরেই পুলিশকর্মীরা বানিয়ারা খালপাড় থেকে বস্তা ভর্তি বোমা উদ্ধার করে। কে বা কারা এই বোমা মজুদ করছিল তার তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ কর্মীরা।
বুধবার বোম্ব স্কোয়াড টিম এসে এই বোমা গুলি নিষ্ক্রিয় করবে বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয় বাসিন্দা বাদল সরদার বলেন, পঞ্চায়েত ভোটের আগে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজন। কে বা কারা এখানে বোমা রেখেছে তা আমরা জানিনা কিন্তু আমরা চাই পুলিশ অবিলম্বে দুষ্কৃতীদেরকে গ্রেফতার করুক।