পুকুরে ভাসছে দৈত্যাকার কুমির, বনদপ্তরের তৎপরতায় উদ্ধার !!

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: গৃহস্থের পুকুরে দৈত্যাকার কুমির দেখতে পায় গ্রামবাসী। আতঙ্কে চিৎকার শুরু করে দেয় গ্রামবাসীরা ।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা পাথরপ্রতিমা এল প্লটের শ্রীধর নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণ দুলাইয়ের খাস সংলগ্ন এলাকার গঙ্গাধর ঘুরিয়া নামে এক ব্যক্তির বাড়ির পুকুরে হঠাৎই কুমির দেখা মেলে। আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা খবর দেয়া হয় বনদপ্তরের আধিকারিককে।

ঘটনাস্থলে ছুটে আসে রামগঙ্গা ফরেস্ট অফিসের আধিকারিকেরা বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় কুমিরটিকে অবশেষে উদ্ধার করা সম্ভব হয়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, কুমিরটির দৈর্ঘ্য ১৫ ফুট। কুমির টির শারীরিক পরীক্ষা করার জন্য ভগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যাওয়া হয়। কুমির শারীরিক পরীক্ষা করার পর সুন্দরবনের গভীর জঙ্গলে পুনরায় ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে খবর জানা গিয়েছে।

পুকুরে দৈত্যাকার কুমির ভাসতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা। এক গ্রামবাসী জানান, সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ পাথরপ্রতিমা, পাথরপ্রতিমা ভগবতপুর কুমির প্রকল্প থাকার কারণে পাথরপ্রতিমা বিভিন্ন নদী গুলিতে কুমিরের বাস। পাথর প্রতিমাতে লোকালয়ে কুমির ঢুকে পড়া স্বাভাবিক ঘটনা। প্রায় সময় গ্রামবাসীদের পুকুরে বা লোকালয়ে দেখা মেলে দৈত্যাকৃতি কুমিরের।

বৃহস্পতিবার বিকেলে পাঁচটার সময় গ্রামবাসীরা এক গৃহস্থের বাড়িতে কুমির দেখতে পায় এরপর খবর দেয়া হয় বনদপ্তরকে বনদপ্তরের আধিকারিকেরা ঘটনার সাথে পৌঁছে বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় কুমিরটিকে উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + eight =