মল্ল রাজাদের অমূল্য কীর্তি ‘গুমগড়ে’র সামনে বেআইনী নির্মাণ ভেঙ্গে দিল বিষ্ণুপুর পৌরসভা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: অবশেষে মল্ল রাজাদের অমূল্য কীর্তি ‘গুমগড়ে’র সামনে বেআইনী নির্মাণ ভেঙ্গে দিল বিষ্ণুপুর পৌরসভা। ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে পৌরসভার তরফে শহরের ২ নম্বর ওয়ার্ড এলাকার সংশ্লিষ্ট ঐ বেসরকারী লজ মালিককে ১৫ দিনের মধ্যে ঐ বেআইনী নির্মাণ কাজ ভেঙ্গে ফেলার নির্দেশ দেওয়া হলেও তিনি তা না ভাঙ্গায় এবার পৌরসভায় সেই কাজ শুরু করল পৌর কর্তৃপক্ষের উপস্থিতিতে ।

বিষ্ণুপুর পৌরসভা সূত্রে খবর, পৌরসভাকে ‘না জানিয়ে’ শহরের ‘গুমগড়’ এলাকায় জনৈক অসীম সরকার নামে এক ব্যক্তি একটি লজ তৈরী করেন, যা সম্পূর্ণ বেআইনী। এই অবস্থায় তিনবার পৌর আইন U/S-২১৮ অনুযায়ী নোটিশ দেওয়া হয়। ঐ গুমগড় এলাকাতেই জোড় বাংলো, শ্যামরায় মন্দির সহ একাধিক প্রাচীণ স্থাপত্য রয়েছে।

এর আগে পূরাতত্ব বিভাগের তরফেও এই এলাকায় ঐ নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। কাজ তো হয়নি উল্টে সরকারী সাইনবোর্ড ঢেকে নিজেদের সাইনবোর্ড লাগিয়ে দেন ঐ লজ মালিক। অবশেষে পৌরসভার নির্দেশ না মানায় ঐ বেআইনী নির্মাণকাজ ভাঙ্গার কাজ শুরু হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =