নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গুরুদের ধমক, চমক দেওয়াটাই যেন রীতি হয়ে দাঁড়িয়েছে নব্য সভ্যতায়৷ শুক্রবার এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কাঁথি দেশপ্রাণ মহাবিদ্যালয়৷ কলেজের অধ্যক্ষকে প্যান্টে প্রসাব করানোর হুমকি দিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য নেতা আবেদ আলি খাঁ৷
শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে একজন অধ্যক্ষকে এভাবে অশালীন ভাষায় ছাত্র নেতার হুমকি ঘিরে আলোড়ন তৈরি হয়েছে স্থানীয় রাজনৈতিক মহলেও৷ অস্বস্তিকর বিষয়ে মন্তব্য করতে চাননি তৃণমূলের জেলা নেতৃত্বরা৷ তীব্র কটাক্ষ ধেয়ে এসেছে গেরুয়া শিবির থেকে৷ তাঁদের দাবি, ‘এটাই তৃনমূল দলের কালচার। কলেজ সূত্রের খবর, অ্যাডমিশন থেকে রেজিস্ট্রেশন, পড়ুযাদের সব প্রক্রিয়া হচ্ছে অনলাইনে। সেখানেই পাস কোর্সের পড়ুয়াদের আবশ্যিক বিষয় বাংলার পরিবর্তে ইংরেজি হয়ে গিয়েছে৷
যার প্রতিবাদে এদিন টিএমসিপির তরফে পড়ুয়াদের নিয়ে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ দেখানো হয়৷ বিক্ষোভের নেতৃত্বে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য নেতা আবেদ আলি খাঁ৷ ভাইরাল হওয়া ভিডিওয় তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মানব না। আমরা ইউনিভার্সিটি থেকে যা জানার জেনে নিয়েছি৷
প্রিন্সিপালকে বল, এখনই বসে ঠিক করুক৷ না হলে প্রিন্সিপ্যালের প্যান্টে প্রসাব করিয়ে দেব!’’ রীতিমতো আঙুল উঁচিয়ে শাসকদলের ছাত্র নেতাকে হুমকি দিতে দেখা গিয়েছে ভাইরাল হওয়া ভিডিওয়৷ যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি ৷ এই বিষয়ে পরে জানতে চাওয়া হলে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি অভিযুক্ত ছাত্র নেতা৷
কাঁথি দেশপ্রাণ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ সুবিকাশ জানা বলেন, ‘‘অনলাইনে সবকিছু হওয়ার ফলে পাসকোর্সের পড়ুয়াদের আবশ্যিক বিষয়ে একটা সমস্যা হয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলেছি৷ যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করছি৷ প্রয়োজনে সোমবার আমি নিজে গিয়ে এই সমস্যার সমাধান করব৷’’ ছাত্র নেতার অশালীন মন্তব্য নিয়ে তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি৷ তবে কড়া প্রতিক্রিয়া ধেয়ে এসেছে গেরুয়া শিবির থেকে৷