নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: বোমা বিস্ফোরণে ছিন্নভিন্ন এক পড়ুয়ার হাত। বিস্ফোরনে উড়ে গেল হাতের আঙুল। ব্যাগের মধ্যেই রাখা ছিল বোমা। ব্যাগটি নিতে গিয়েই বিপত্তি। পড়ে থাকা ব্যাগটি তুলতেই গিয়ে ঘটে যায় বিস্ফোরণ। নদীয়ার করিমপুর রেগুলেটেড মার্কেটের ঘটনা। ওই ছাত্রর চিকিৎসা চলছে করিমপুর হাসপাতালে।
সূত্রের খবর, করিমপুরের দুই বন্ধু নিলেশ মন্ডল ও সায়ন মন্ডল বিকেলে বেড়াতে বেরিয়েছিল। এরা দুজনেই নাজিরপুর বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণীর ছাত্র। ঘোরার সময় করিমপুর রেগুলেটেড মার্কেটের পরিত্যক্ত জায়গায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে। ব্যাগটি দেখে লোভ সামলাতে না পেরে সেটি নিলেশ নিতে যায়। হাত দিয়ে ব্যাগটি তুলতেই ঘটে বিপত্তি।
ব্যাগে হাত দেয়ার সঙ্গে সঙ্গে ঘটে বিস্ফোরণ। তার ডান হাতের বেশ কিছুটা অংশ ছিন্ন ভিন্ন হয়ে যায়। এরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসে করিমপুর হাসপাতালে। ঘটনার পর সায়ন মন্ডলকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পাশাপাশি বিস্ফোরণের ঘটনার দ্রুত তদন্ত শুরু করেছে পুলিশ।