নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: ফের বড়সড় সাফল্য পেল কুমারগ্রাম থানার অন্তর্গত বারবিশা ফাঁড়ি। অসম বাংলা সীমান্তবর্তী পাকড়িগুড়ি নাকা চেকিং পয়েন্টে পাইন কাঠ বোঝাই ১৬ চাকার একটি ট্রাক আটক করে বনদপ্তরের হাতে তুলে দিল বারবিশা ফাঁড়ির পুলিশ।জানা গিয়েছে অসম থেকে এ রাজ্য হয়ে কাঠগুলিকে পাচার করা হচ্ছিল ।
বাজেয়াপ্ত করা হয় আনুমানিক ৭০০ টি এফ টি বেআইনি পাইন কাঠের প্লাই । গোপন সূত্রে খবরের ভিত্তিতে অসম বাংলা সীমান্তবর্তী পাকড়িগুড়ি চেকিং পয়েন্টে ট্রাকটি আটক করে পুলিশ। এরপর ট্রাক টিকে তুলে দেওয়া হয় ভল্কা রেঞ্জের হাতে ।
ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে বনবিভাগের হাতে তুলে দেওয়াও হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও বনবিভাগ । ধৃত ট্রাকের চালক ফিরোজ আনসারী ও খালাসী আজাদ আনসারীকে রবিবার আলিপুরদুয়ার আদালতে পেশ করা হয়।