মেঘালয় ও নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচন শুরু

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: আজ মেঘালয় ও নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। সকাল ৭ টা থেকে নির্বাচন শুরু হয়েছে চলবে বিকেল ৪ টা পর্যন্ত। ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোট গ্রহণ কেন্দ্র গুলির বাইরে লম্বা লাইন সকাল থেকেই। উভয় পাহাড়ি রাজ্যে ৬০ টি বিধানসভা কেন্দ্র রয়েছে।

তবে ৫৯টি আসনে ভোট হচ্ছে। পাহাড়ি রাজ্যে এখনো পর্যন্ত কোন মহিলা বিধায়ক হয়নি, এবারে কোনো মহিলা ভোটে জিতে বিধায়ক হতে পারে কিনা সেটাই দেখার। দুটি রাজ্যেই ভোটারের সংখ্যা ২১ লাখের উপরে রয়েছে। এবারে বিজেপি ক্ষমতা বহাল রাখতে পারবে নাকি পালাবদল হবে সেটা সময় বলে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =