নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: মোটর বাইক দূর্ঘটনায় ‘আহত’ পবন পূত্রকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করলো বনদপ্তর। সোমবার বড়জোড়ার ফুলবেড়িয়ার ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই ঐ এলাকায় একটি হনুমান রয়েছে। অল্প কয়েক দিনের মধ্যেই এলাকার মানুষের মধ্যে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে সে। তার মধ্যেই অতি সম্প্রতি বাইকের ধাক্কায় ঐ হনুমানটির পিছনের বাম পা ভেঙ্গে যায়। এই অবস্থায় তারা বিষয়টি বনদপ্তরে জানান।
গত কয়েক দিনের চেষ্টার পর এদিন সকালে বনকর্মীরা ফুলবেড়িয়া গ্রামের দত্ত পাড়া থেকে হনুমানটিকে খাঁচা বন্দি করেন ও বড়জোড়া রেঞ্জ অফিসে নিয়ে যান। বনদপ্তরের পক্ষ থেকে ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে। একই সঙ্গে বিশেষজ্ঞ পশু চিকিৎসক দিয়ে ‘আহত’ হনুমানটিকে প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।