নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: এক দিকে পুলিশের নাকা চেকিং অন্যদিকে গোপন সূত্রে হানা। আসন্ন পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই উদ্ধার হচ্ছে একের পর এক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। এদিন নদীয়ার চাপড়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শ্রীনগর এলাকায় চলছিল পুলিশের নাকা চেকিং।
সেই সময় মারুফ মন্ডল ও রেজাউল শেখ নামে দুই যুবকের কাছ থেকে একটি ওয়ান সাটার বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করে চাপড়া থানার পুলিশ, পাশাপাশি দুই যুবককে গ্রেফতার করা হয়। অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার বড় আন্দুলিয়া এলাকায় হানা দিয়ে সৌরভ দত্ত নামে এক যুবকের কাছ থেকে আবারও উদ্ধার হয় একটি ওয়ান সাটার পিস্তল ও দু রাউন্ড গুলি।
যদিও ধৃতদের তোলা হয় আদালতে। পাশাপাশি ওই যুবকদের কাছে কিভাবে আগ্নেয়াস্ত্র এলো বা কোথা থেকে তারা পেল তা জানার জন্য আদালতে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানা যায় পুলিশ সূত্রে। তবে কি পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে আগ্নেয় অস্ত্র ও কার্তুজ নির্বাচন ক্ষেত্রে কাজে লাগানোর জন্য চলছে মজুদ করার পালা, নাকি পুলিশের চোখে ধুলো দিয়ে চলছে পাচার কার্য। তবে পুলিশও কিন্তু রয়েছে সক্রিয়। দিনরাত পুলিশি কড়া নজরদারি চলছে গোটা চাপড়ায়