নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাবড়া :: রাজ্যজুড়ে বাড়ছে অ্যডিনো ভাইরাসের দাপট, বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন হাসপাতালের পাশাপাশি হাবরা স্টেট জেনারেল হাসপাতালের শিশু বহিঃ বিভাগেও দেখা গেল এদিন অসুস্থ শিশুদের নিয়ে লম্বা লাইন মায়েদের। বেডের থেকেও শিশু ভর্তির সংখ্যা বেশি।
এই জরুরী পরিস্থিতি মোকাবিলা করার জন্য পৌরসভা ও হাসপাতাল এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জরুরী বৈঠক হাবড়া হাসপাতালের সুপারের ঘরে।মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশ হাবড়া পৌরসভার পক্ষ থেকে কুড়িটি অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হল হাসপাতালের হাতে।
সিজন চেঞ্জ হওয়ার জন্যই এই ধরনের জ্বর হচ্ছে তাই হাসপাতালে বহির্বিভাগ ও জরুরি বিভাগের ভিড় হচ্ছে অযথা প্যানিক না করার আবেদন হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাসের।পাশাপাশি আমরা কথা বলেছিলাম হাবরা পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহার সাথে।তিনি জানান মন্ত্রীর নির্দেশে হাসপাতালের সাথে জরুরী বৈঠক হয়। অযথা প্যানিকড না হওয়ার আবেদনও তিনি করেন।