দ্বিতীয়বারের মতো ত্রিপুরায় সরকার গঠন করছে বিজেপি: বললেন ত্রিপুরা ১০ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী সুশান্ত চৌধুরী!

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আগরতলা ::২রা মার্চ ::  বৃহস্পতিবার ত্রিপুরার ৬০ টি বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফল ঘোষণা হয়েছে। ফলাফলে জয়লাভ করেছে বিজেপি। বিজেপি পেয়েছে-৩৩টি আসন, সিপিআইএম-কংগ্রেস জোট পেয়েছে-১৫টি আসন,তিপ্রামথা পেয়েছে-১১টি আসন, অন্যান্য-১টি আসন।

বিজেপি ৩৩টি আসন দিয়ে ত্রিপুরায় পুনরায় ক্ষমতায় ফেরার পর আগরতলা উমাকান্ত একাডেমি গননা কেন্দ্র থেকে বের হয়ে ১০ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির জয়ী প্রার্থী সুশান্ত চৌধুরী বলেন, ত্রিপুরায় দ্বিতীয়বার সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি সরকার।১০ মজিশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুশান্ত চৌধুরী তার বিরোধী সিপিআইএম প্রার্থী সঞ্জয় দাসকে ৪৫৩১ ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছে।

বিজেপি প্রার্থী সুশান্ত চৌধুরী ত্রিপুরার সকল জনগণকে ধন্যবাদ জানিয়েছেন গত ১৬ ফেব্রুয়ারি ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে মানুষ তাদের গতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =