নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ২রা মার্চ :: হাসপাতালের ভীতরে জল থৈ থৈ অবস্থা! তার মধ্যেই ঐ জল পেরিয়েই যাতায়াত করছেন ভর্তি থাকা রোগী থেকে তাঁদের আত্মীয়রা। বুধবার রাত থেকে এই ছবিই দেখা গেল বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। আর এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিষয়টি হাসপাতাল সুপারও মেনে নিয়েছেন। বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সুপার ডাঃ শুভ নারায়ণ প্রসাদ বলেন, গ্রাউণ্ড থার্ড আর ফোর্থ ফ্লোরে সমস্যা হয়েছিল। টয়লেট পাইপ লাইনের সমস্যার জন্যই ঐ ঘটনা ঘটেছিল। বিষয়টি স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের জানানো হয়। বর্তমানে জল সমস্যার সমাধান হয়েছে বলে তিনি জানান।