বাংলার সাহিত্য জগতে ইন্দ্রপতন। ৮২ বছর বয়সে প্রয়াত ‘পান্ডব গোয়েন্দা’র জনক সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: ৪ঠা মার্চ :: বাংলার সাহিত্য জগতে ইন্দ্রপতন। ৮২ বছর বয়সে প্রয়াত ‘পান্ডব গোয়েন্দা’র জনক সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। শুক্রবার সকালে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় এই বাঙালি সাহিত্যিকের জন্ম ১৯৪১ সালে।

হাওড়ার খুরুট ষষ্ঠীতলায় জন্ম তাঁর। রহস্য ও গোয়েন্দা কাহিনি লেখার জন্যে তিনি খ্যাত ছিলেন। তাঁর সৃষ্ট জনপ্রিয়তম গোয়েন্দাকাহিনি পাণ্ডব গোয়েন্দা সিরিজ তাঁকে বাঙালি পাঠকদের কাছে অমর করে রাখবে।
শুক্রবার বেলা ১১টা ১০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই সাহিত্যিকের। ইদানিং বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন।

হাওড়ার এক নার্সিংহোমে চিকিৎসারত ছিলেন তিনি। সেখানেই প্রয়াত হন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি হাওড়ার রামরাজাতলার বাসিন্দা ছিলেন । তাঁর পরিবার সূত্রে জানা গেছে, এই নিয়ে তিনবার স্ট্রোক হয়েছিল তাঁর। ডিসেম্বর, জানুয়ারি মাসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন।

তবে মার্চ মাসে তিনি ফের অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শুক্রবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলার সাহিত্য জগতে।

বর্তমান ও অতীতের বহু প্রজন্ম তাঁর লেখা পড়েই তাঁদের শৈশব জীবন কাটিয়েছে। বর্ষীয়ান এই সাহিত্যিকের মৃত্যুতে পাঠক ও তাঁর গুনগ্রাহীদের মন ভারাক্রান্ত হয়ে পড়ে। বাংলা সাহিত্যে তাঁর অমর সৃষ্টির জন্য চিরকাল জীবিত থাকবেন। সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোকের ছায়া বাংলার সাহিত্য মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − eleven =