মালদা: বেঙ্গালুরু থেকে পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি দেহ ফিরল গ্রামে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ৪ঠা ,মার্চ :: বেঙ্গালুরু থেকে পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি দেহ ফিরল গ্রামে। মৃত শ্রমিকের নাম আরজাউল হক (২০)। বাড়ি মালদহের রতুয়া-১ ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের শিমুলতলা গ্রামে।আরজাউলের কফিনবন্দি দেহ নিজ গ্রামে পৌঁছায়। ওই পরিযায়ী শ্রমিকের অকালমৃত্যুতে পরিবার পরিজনদের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত শ্রমিকের পারিবারিক সূত্রে জানা গিয়েছে, দিনমজুর পরিবারের আরজাউল মাত্র কুড়িদিন আগে নির্মাণ শ্রমিকের কাজে বেঙ্গালুরু গিয়েছিলেন। সেখানে পুরোনো পাকা বাড়ির দেওয়াল ভাঙার কাজে যুক্ত ছিলেন তিনি। ২৮ ফেব্রুয়ারি কর্মরত অবস্থায় দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দেহ ময়নতদন্তের পর কফিনবন্দি হয়ে এদিন তাঁর বাড়িতে পৌঁছায়।

রতুয়া-১ ব্লকের বিডিও রাকেশ টোপ্পো জানান, মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারটিকে সবরকম সহযোগিতা করা হবে। ওই শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে এলাকার জেলা পরিষদ সদস্য হুমায়ূন কবির বাজনা ছুটে যান তার বাড়িতে।তিনি ওই শ্রমিকের অসহায় পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি সবরকম সাহায্যের আশ্বাস দেন।জেলা পরিষদ সদস্য হুমায়ূন কবির বাজনা ব্যক্তিগত ভাবে ওই শ্রমিকের অসহায় পরিবারকে কিছু আর্থিক অনুদান ও খাদ্য সামগ্রী তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =