আদিবাসী মহিলাকে গনধর্ষনের অভিযোগে গ্ৰেফতার চারজনকে পাঠানো হলো বর্ধমান জেলা আদালতে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: ৫ই,মার্চ :: গত বুধবার রাতে পূর্ব বর্ধমানের আউশগ্রামে আদিবাসী মহিলার উপর গণধর্ষণের অভিযোগে চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আউশগ্রাম থানার পুলিশ। শুক্রবার রাতে এদের প্রত্যেকের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার এদের মেডিকেল পরীক্ষার পর বর্ধমান আদালতে প্রেরণ করা হয়েছে।

ধৃতদের নাম হলো; দেবাই সরেন ; মঙ্গল হেমব্রম;মঙ্গল হেমব্রম,সোম মূর্মু;। প্রথম তিনজনের বাড়ি পূর্ব বর্ধমানের আউশগ্রামের যদুগোড়িয়া;চতুর্থজনের বাড়ি গলসীর লোয়াপুরে।

এদের বিরুদ্ধে আই পি সি ৩৭৬ ডি ধারায় মামলা করেছে পুলিশ। পূর্ব বর্ধমানের আউশগ্রামের জঙ্গলে এক মাঝবয়েসী আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। জানা গেছে; বুধবার গভীর রাতে ওই মাঝবয়েসী মহিলা প্রকৃতির ডাকে সাড়া দিতে জঙ্গলে গিয়েছিলেন।

জায়গাটি বন নবগ্রামের কাছে। তখনই কয়েকজন দুস্কৃতী তাকে আক্রমণ করে। আক্রমণকারীরা তাকে গণধর্ষণের পর ফেলে যায় বলে অভিযোগ। নির্যাতিতাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতিতার
বয়ান নিয়ে তার মেডিকেল পরীক্ষা করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

শুক্রবার দুপুরে বর্ধমান হাসপাতালে আসেন জেলার উচ্চপদস্থ পুলিশ অফিসাররা।তারা নির্যাতিতা মহিলার সাথে কথা বলেন। বছরখানেক আগেও ওই এলাকায় গণধর্ষণের ঘটনা ঘটেছে। এই নিয়ে ক্ষোভ রয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − one =