মতুয়াদের বড় মা বীণাপানি ঠাকুরের তিরোধান দিবসের অনুষ্ঠান ঘিরে বিতর্ক ঠাকুরনগরে

নিজস্ব সংবাদদাতা : সংবাদ প্রবাহ :: ঠাকুরনগর :: ৬ই,মার্চ :: রবিবার মতুয়া দের বড় মা বীণাপাণি ঠাকুরের তিরোধান দিবস ৷সেই উপলক্ষে ঠাকুরনগর তালতলা এলাকায় মমতা ঠাকুরের নেতৃত্বে বীণাপাণি দেবীর স্মরণ অনুষ্ঠান উপলক্ষে মতুয়া সম্মেলনের আয়োজন করা হয় ৷

আর সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হলো ৷কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর এর অভিযোগ “ঠাকুর পরিবারের বড় ঠাকুরের তিরোধান দিবস পালন করা হয় না ৷জন্ম দিবস পালন করা হয় ৷মমতা ঠাকুর সস্তার রাজনীতি করছে আগেও করেছেন ৷

এ বিষয়ে মমতা ঠাকুর বলেন “ঠাকুর বাড়িতে কোন অনুষ্ঠান হয় না কিন্তু আমরা বাড়িতে কোন অনুষ্ঠান করছি না ৷বৃহত্তর মতুয়া সমাজের মানুষ দ্বারা তালতলা এলাকায় আমাদের বড়মাকে স্মরণ করতে দলে দলে উপস্থিত হচ্ছেন। Iসস্তা রাজনীতি শান্তনু ঠাকুর রা করে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =