নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ৭ই মার্চ :: আজ সকাল থেকে জেলা জুড়ে শুরু হয়েছে রঙের খেলা । ঐতিহ্যবাহী মন্দির নগরী মেতে উঠেছে বসন্ত উৎসবে । জল জঙ্গল পাহাড়ের দেশ মুকুটমনিপুরে শুরু হয়েছে পলাশ উৎসব। সরকারি ভাবে মুকুটমনিপুর ডেভেলাপমেন্ট অথরিটির উদ্যোগে কয়েক বছর ধরে চলছে পর্যটন কেন্দ্রের জমজমাট রঙের উৎসব।
পাড়ায় পাড়ায় আয়োজন হয়েছে বসন্ত উৎসব। ভিড় বেড়েছে পর্যটকদের। গভীর জঙ্গলে মোড়া দক্ষিণের ঝিলিমিলি, শুশুনিয়া থেকে শালতোড়ার বিহারীনাথের রাঙা পলাশ শিমুলের শোভা উপভোগ করতে হাজার হাজার প্রকৃতি প্রেমিক মানুষ সামিল হয়েছেন প্রকৃতির অঙ্গনে ।