নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: ৭ই মার্চ :: শ্রী চৈতন্য মহাপ্রভুর ৫৩৮ তম আবির্ভাব তিথি ও শ্রী কৃষ্ণের দোল উৎসব বা রংয়ের উৎসব উপলক্ষে, এদিন তীর্থভূমি নদীয়ার নবদ্বীপ শহরে সকাল থেকে দেশ বিদেশ থেকে আগত হাজার হাজার গৌর ভক্তবৃন্দ মেতে উঠেছে বিভিন্ন বাদ্য যন্ত্র সহযোগে নগর পরিক্রমায় ।
এছাড়াও শহরের বিভিন্ন মঠ মন্দির গুলিতে ও রাস্তায় কচি কাঁচা থেকে বড় সকলেই আবির বা রং খেলার আনন্দে মেতে উঠেছে। এছাড়া বিভিন্ন পাড়ায় পাড়ায় অনুষ্ঠিত হচ্ছে শ্রী চৈতন্য দেবের মূর্তি বসিয়ে আবির্ভাব উৎসব পালন।এই উপলক্ষে চলছে নবদ্বীপ ধামে আগত ভক্ত দের সকালে চা বিস্কুট,টিফিন মধ্যাহ্ন এ মহাপ্রসাদ বিতরনের আয়োজন।