নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: ৭ই মার্চ :: পরিবার পরিজনদের থেকে শত শত মাইল দূরে সীমান্ত প্রহরায় বিএসএফ জওয়ানরা। পুজো পার্বন অনুষ্ঠান থেকে শুরু করে হোলিতেও তারা পরিবারের সাথে মিলিত হতে পারেন না। সীমান্ত রক্ষীদের সেই অভাবটা ঘোচাতে এগিয়ে এলো চাপরা ব্লক নদিয়া জেলা বঙ্গ জননী সভানেত্রী শুক্লা সাহা।
তারই নেতৃত্বে এলাকার মহিলারা হলুদ শাড়ি পরে সীমান্তরক্ষীদের রং মাখিয়ে রঙিন করে দিল। দোলের দিন নদীয়ার চাপড়া সীমান্ত সংলগ্ন এলাকায় জাওয়ানদের নিয়ে হোলিতে মেতে উঠলো গ্রামের মহিলারা। রংয়ের দিনেও যারা দিনরাত এক করে ভারতবর্ষকে সুরক্ষিত রাখার দায়িত্ব নিয়েছে সেই সকল সীমান্ত রক্ষীদের সম্মান জানাতে এবং বসন্তের রঙিন রঙে রাঙিয়ে দিতেই এমন উদ্যোগ।