নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ৭ই মার্চ :: গোরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দিল্লী যাত্রা এখন সময়ের অপেক্ষামাত্র। মঙ্গলবারই দোল যাত্রার দিনে অনুব্রতকে দিল্লী নিয়ে যেতে বিশেষ সুবিধাযুক্ত দু’টি বিমান তৈরী। আর ঐ খবর যখন সংবাদমাধ্যমে ‘হেডলাইন’ তখন অন্যদিকে ঢাকের বাদ্যির সঙ্গে নকুল দানা আর বাতাসা বিলি করলেন বাঁকুড়ার বড়জোড়া বিজেপি নেতৃত্ব।
বড়জোড়ায় নকুল দানা-বাতাসা বিলির সঙ্গে সঙ্গে ‘তিহার যাবে কেষ্ট, তাইতো পিসির কষ্ট’/’বৃথা পিসির চেষ্টা/তিহার গেলই কেষ্টা’ লেখা পোষ্টার আর ‘হরি বোল হরি বোল ফেঁসে ফেঁসে গেল অনুব্রতের ঢোল…’ স্লোগান তো ছিলই। এ প্রসঙ্গে ভারতীয় জনতা যুব মোর্চার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সোমনাথ কর বলেন, অবশেষে তিহার জেলের পথে অনুব্রত মণ্ডল।
এরাজ্যের মানুষ দীর্ঘদিন ধরে সেটাই চাইছিলেন। তাই আমরা ঢাকের ‘চড়াম চড়াম’ শব্দের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মধ্যে গুড়-বাতাসা বিতরণ করলাম। তবে কাটমানির ২৫ শতাংশ অনুব্রত মণ্ডল পেলেও বাকি ৭৫ শতাংশ কোথায় যায় জানা জরুরী। এদিন অনুব্রতের তিহার যাত্রার মধ্য দিয়ে আংশিক বৃত্ত সম্পূর্ণ হলো বলেও তিনি দাবি করেন।