নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ৮ই,মার্চ :: রেলের গুডসশেড অন্যত্র সরানোর দাবিতে আন্দোলনে নামলেন এলাকার অসংখ্য মানুষ। বুধবার বাঁকুড়া স্টেশন এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিন বড়জোড়া থেকে কয়লা বোঝাই লরি বাঁকুড়ার ঐ গুডস শেডে এসে পৌঁছায়। সেখান থেকে রেলের মালবাহি গাড়িতে বিভিন্ন গন্তব্যে পাঠানো হয়।
ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে ঐ গুডস শেড থাকায় কয়লার কালো গুঁড়োতে এলাকা ভরে যাচ্ছে। অসুস্থ হয়ে পড়ছেন শিশু বৃদ্ধ থেকে সকলেই। ইতিমধ্যেই এক শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এছাড়াও শ্বাস কষ্টের সমস্যায় ভূগছেন অনেকেই। এই অবস্থায় রেলের ঐ গুডস শেড অন্যত্র সরানোর দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন বলে জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। যদিও এবিষয়ে রেল কর্তৃপক্ষ বা কয়লা সরবরাহী সংস্থার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।