কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ৯ই,মার্চ :: আসন্ন পঞ্চায়েত ভোটেও শাসক দল পুলিশ ও দুষ্কৃতীদের সাহায্য নিয়ে সন্ত্রাস সৃষ্টি করবে বলে আশঙ্কা করছে মালদা জেলা কংগ্রেস তাই বৃহস্পতিবার দুপুরে মালদা জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা শাসকের কাছে অভিযোগ জানানো হয়।
পাশাপাশি স্মারকলিপি দেওয়া হয়। স্মারক লিপি দেওয়ার কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার বেশ কিছু প্রাক্তন বিধায়ক ও জেলা নেতৃত্ব আগামী পঞ্চায়েত নির্বাচনে সুষ্ঠু ও সন্ত্রাস মুক্ত ভোট হলে সাগরদিঘির মতো হবে বলে আশা প্রকাশ করেন কংগ্রেস নেতারা পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর দাবি জানান।
কংগ্রেসের এই উদ্যোগকে সাথে এক মত জেলা বিজেপিও মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল জানান পঞ্চায়েত ভোটে শাসক দল লুট করবে, বুথ দখল করবে আধিকারিক দিয়ে সার্টিফিকেট চেঞ্জ করবে। সঠিক ভোট করাতে দিবে না এটা আশঙ্কা রয়েছে আমাদের দল কেন্দ্রীয় বাহিনীর দাবি জানাচ্ছে।
এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু জানান হাইকোর্ট সকলের জন্য খোলা এবারের পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণভাবে হবে গতবার কিছু অভিযোগ ছিল কিন্তু এবারে ভোট শান্তিপূর্ণ হবে। কংগ্রেসের কোন ভয় ভীত হওয়ার কারণ নেই বিরোধীরা যদি নমিনেশন করতে না পায় আমাদের তৃণমূলের কর্মীরাই তাদের নমিনেশন এর ব্যবস্থা নিবে।