নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ১২ই,মার্চ :: পুকুরের জলে বিষ মেশানোর কারণে হাওড়ার বালির খামার পাড়ায় ১৬ টি হাঁসের মৃত্যু। ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। যে বা যারা এই ষড়যন্ত্রে জড়িত তাদের শাস্তির দাবি উঠেছে। ওই পুকুরে বিষক্রিয়ায় শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত রাজহাঁস সহ মোট ১৬ টি হাঁসের মৃত্যু ঘটেছে। প্রচুর হাঁস বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছে।
বালির পি কে গাঙ্গুলি রোড ও খামার পাড়ার মানুষ এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন। যিনি এই হাঁসগুলোর প্রতিপালন করেন হাঁসগুলোর মৃত্যুতে তারও এখন সর্বস্বান্ত অবস্থা। এই পুকুরের জল ব্যবহার করেন এলাকার বাসিন্দারাও। তারাও দোষীর শাস্তি দাবি করছেন। হাঁসের মালিক প্রণব ঘোষ জানান, পুকুরে বিষক্রিয়া করায় এই ঘটনা ঘটেছে।
পুকুরের জলে বিষ দেওয়া হয়েছে আগে জানা গেলে এতগুলো নিরীহ প্রাণীর মৃত্যু ঘটতো না। এই ঘটনার পর থেকে এলাকার মানুষজন পুকুরের জল ব্যবহার করতেই এখন আতঙ্কিত হয়ে পড়েছেন। অবিলম্বে যে এই ঘটনা ঘটিয়েছে তার শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি অভিযোগ জানানো হয়েছে বালি থানাতে ।