নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: ১২ই,মার্চ :: ফের নদীয়ার কালীগঞ্জের মোলান্দী গ্রামে সিপিএম নেতার বাড়ি থেকে উদ্ধার হল ১৬ টি সকেট বোমা। সি পি এম নেতার বাড়ি থেকে বোমা উদ্ধারকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চাঞ্চল্য। কালীগঞ্জ এরিয়া কমিটির সিপিআইএম সম্পাদক হাকসাদ মন্ডলের বাড়ি থেকে উদ্ধার হয় ১৬ টি সকেট বোমা।
বোমা উদ্ধারের পর সেগুলোকে ফাঁকা জায়গায় নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়ার্ড। যদিও সিপিএম জেলা কমিটির সম্পাদক জিন্নাত আলী শেখের দাবি প্রায় তিন দিন হল হাকসাদ বাড়িতে নেই কি করে তার বাড়িতে বোমা পাওয়া যায়। এটা বিরোধীদের চক্রান্ত বলেই দাবি করেছে সিপিআইএম। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উদ্ধার হল বোমা।
বোমা উদ্ধারের পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কালীগঞ্জ থানার পুলিশ। প্রসঙ্গত এই গ্রামেই পুলিশকে লক্ষ্য করে ছড়া হয়েছিল বোমা । সেই বোমার আঘাতে আহত হয়েছিল কালিগঞ্জ থানার ওসি সহ আরও দুই পুলিশ কর্মী। ঘটনার একদিন পর উদ্ধার হয়েছিল ২১ টি তাজা বোমা। সেই রেশ কাটতে না কাটতে ফের উদ্ধার হল ১৬ টি সকেট বোমা তাও আবার সিপিআইএম নেতার বাড়ি থেকে।