পঞ্চায়েত ভোটে ভাঙড়ের সব আসন হারবে শাসক দল – দীর্ঘদিন পরে ভাঙরে পা রেখে হুংকার বিধায়ক নওশাদ সিদ্দিকির।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: ১২ই,মার্চ :: পঞ্চায়েত ভোটে ভাঙড়ের সব আসন হারবে শাসক দল। দীর্ঘদিন পরে ভাঙরে পা রেখে হুংকার বিধায়ক নওশাদ সিদ্দিকির। একইসঙ্গে শওকত মোল্লার মন্তব্যেও কড়া প্রতিক্রিয়া বিধায়কের।

মাসখানেক আগে এই হাতিশালাই হয়ে উঠেছিল রণক্ষেত্র। জ্বলেছিল আগুন। সেই হাতিশালা হয়েই রবিবার ভাঙড়ে প্রবেশ করলেন বিধায়ক নওশাদ সিদ্দিকি। ফুলের মালা, ফুল বৃষ্টিতে স্বাগত জানানো হয় বিধায়ককে।

এদিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে পঞ্চায়েত ভোট প্রসঙ্গে নওশাদ জানান, ”পঞ্চায়েত ভোটে শাসক শূন্য হয়ে যাবে ভাঙড়। যে দুর্নীতি অনাচারের শিকার হয়েছে ভাঙড়ের মানুষ এবার তাঁরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাঁর জবাব দেবে।”

এখানেই শেষ নয়, নওশাদ বলেন, ”আমাকে ভয় পায় বলে স্পেশাল অবজারভার রাখা হয়েছে। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অবজারভার হলে আরও ভালো লাগত। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব সিন্ডিকেট, জলাজমি ভরাট ও সরকারি টাকা মারার জন্য গোষ্ঠীদ্বন্দ্ব হয়। আমরা এইসব দুর্নীতি বন্ধ করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =