স্পিকারকে বেনোজির আক্রমণ মোহাম্মদ সেলিমের।পঞ্চায়েত নির্বাচন নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নে মেজাজ হারান সিপিএমের রাজ্য কমিটির সদস্য মোহাম্মদ সেলিম।

কুমার মাধব  :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ১৩ই,মার্চ :: স্পিকারকে বেনোজির আক্রমণ মোহাম্মদ সেলিমের।পঞ্চায়েত নির্বাচন নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নে মেজাজ হারান সিপিএমের রাজ্য কমিটির সদস্য মোহাম্মদ সেলিম। স্পিকারকে তৃণমূলের চামচা বলে আক্রমণ। বাইরণ বিশ্বাসকে সাগরদিঘির মানুষ এম এল এ করেছে।

স্পিকারের কাজ হল তাকে চিঠি পাঠান।স্পিকার হিসেবে কাজটা করুক ওতো তৃণমূলের চামচা হিসেবে কাজ করছে। স্পিকার একটা পদ কোন ব্যক্তি নয়। সংসদীয় গণতন্ত্রকে ভেঙে দেওয়া হচ্ছে। সেখানে দলীয় রাজত্ব কায়েম করা হচ্ছে। বিধানসভা মস্তানদের জায়গা নাকি। বামফ্রন্ট কংগ্রেস শূন্য হয়েছে বলে যা খুশি করতে পারবে।

দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার কথা কিন্তু তিনি তা করছেন না। আমি শুনেছিলাম উনি উকিল নাকি, উনি কি বটতলার উকিল। বিমান বন্দোপাধ্যায়ের পাশাপাশি এদিন জগদীপ ধনখড়কে ভাঁড় বলে আক্রমণ করেন সেলিম।সোমবার দলীয় কর্ম সূচিতে এসে মিহির দাস ভবনে সাংবাদিক বৈঠকে একথা বলেন।

বাংলায় ৩০০টির বেশী মিনি কাশ্মীর আছে কাশ্মীর ফাইলসের পরিচালকের বক্তব্যের তীব্র সমালোচনা করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম। তিনি বলেন বাংলায় বসে এমন মন্তব্য করার সাহস হয় কি করে ? তৃণমূল কংগ্রেসে এই নিয়ে কোন মন্তব্য কেন করছে না। বিজেপি হয়ে এমন মন্তব্য করিয়ে জাত পাত ধর্ম বর্নর নাম করে মানুষের সাথে মানুষের রেসারেশি করা হচ্ছে।

একদল আন্দোলন করছে ডিএ না পাওয়া পর্যন্ত তা করবে বলছে অন্যদল বলছে এই সব নাটক। এদের বোমা মেরে উঠিয়ে দিবে। বা মাথায় হাত দিয়ে পাশে আছি বলছে। এরাই তো জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে বোম মেরেছিল।আজকে এদের মুরদ নেই। অভিষেক ব্যানার্জীর নেতৃত্বে বিচারকের বাড়িতে পোষ্টার পড়ল, ধর্নামঞ্চে একই নেতৃত্বের নির্দেশে পোষ্টার। এই সব চলছে।

অনুপম খেরের শান্তিনিকেতনের যাত্রা প্রসঙ্গে মহঃ সেলিম বলেন আরএসএস বিদ্যুৎবাবুকে দিয়ে ইতিহাস সাংসদ,গবষণা পরিষদ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে দখল করার পরিকল্পনা করেছে। সিরিজ বক্তৃতা করা হচ্ছে আরএসএস ঘনিষ্ঠ লোকজন নিয়ে এসে। মানুষের সাথে মানুষের বিভেদ করা হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =