নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: ১৪ই,মার্চ :: অঙ্কিতার ভালবাসার টানে প্রাথমিক বিদ্যালয়ে আসে শালিক মিঠু। শ্রেণিকক্ষেও অঙ্কিতার পাশে বসে থাকতে দেখা যায় মিঠুকে। ভালোবাসার অনন্য নজির কাঁকসার শিবপুর প্রাথমিক বিদ্যালয়ে। সদ্য শিবপুর প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে ভর্তি হয়েছি অঙ্কিতা বাগদি। অঙ্কিতা আর পাঁচটা বন্ধুর সাথে প্রতিদিন স্কুলে পৌঁছে যায়।
অঙ্কিতা স্কুলে পৌঁছানোর কিছুটা সময়ের মধ্যেই গাছ থেকে অঙ্কিতার মাথায় বসে যায় মিঠু। তারপর অঙ্কিতার সাথেই টিফিন পর্যন্ত থাকে শালিক পাখিটি। শিক্ষকরা পাঠ দান করেন তখনো মিঠুকে বেঞ্চে বসে থাকতে দেখা যায়। স্কুলের শিক্ষকরা মিঠুকে কখনো বিস্কুট কখনো মুড়ি খেতে দেয়। টিফিনের সময় অঙ্কিতার সাথে খেলতে দেখা যায় পাখিটিকে।
তারপরেই পাখিটি আবার তার নিজের গন্তব্যে ফিরে যায়। অঙ্কিতা স্কুলে আসতে না পারলে তার বাড়িতে পৌঁছে যায় মিঠু। তবে মিঠুকে না পেলে অঙ্কিতাও যেন মনমরা হয়ে পড়ে। স্কুলের শিক্ষক থেকে অশিক্ষক কর্মীরা সকলেই জানাচ্ছেন মিঠুকে পেয়ে তারাও যেন সব দুঃখ কষ্ট ভুলে যান।
অঙ্কিতার সাথে আর পাঁচটা স্কুলের খুদে পড়ুয়ারাদেরও খেলতে দেখা যায়। দিকে দিকে নির্মম ভালোবাসার ঘটনার মাঝে এক নজির বিহীন ভালোবাসার সাক্ষী কাঁকসার শিবপুরবাসী।