সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: ১৫ই,মার্চ :: পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনা বারাইপুর। বোমার আওয়াজে কেঁপে উঠল এলাকা, আতঙ্কিত বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়াতে। ঘিঞ্জি এলাকার মধ্যে বিকট শব্দে কেঁপে উঠল ওটা এলাকা আতঙ্কিত গ্রামবাসী।
বিকট শব্দে কেঁপে ওঠে সিরাজ শেখের বাড়ির সামনে। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে যায় সিরাজ শেখের বাড়ির পাঁচিল। পাশের সেলিম সরদারের বাড়ির জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে ঘরের মধ্যে। বাসিন্দারা বাইরে বেরিয়ে দেখতে পান আগুনের শিখা ও কালো ধোঁয়াতে ছেয়ে গিয়েছে এলাকা। আর সাথে গোটা এলাকা ভরে গিয়েছে তীব্র বারুদের গন্ধে।
ঘটনাস্থলে দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ফাটা বোমার সুতলি। এসডিপিও বারুইপুরের এসডিপিও অফিসের একেবারে ঠিক পিছনে ঢিল ছোড়া দূরত্বে বোমাবাজির এই ঘটনায় রীতিমতো হইচই পড়েছে । আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা।
কি কারনে বোমাবাজি তা তদন্ত শুরু করেছে বারাইপুর পুলিশ জেলার পুলিশ।কে বা কারা কি কারনে ঘটনাটি ঘটিয়েছে তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন বাসিন্দারা