বাঁকুড়াঃ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে পানীয় জল ইস্যুতে ফের অস্বস্তিতে শাসক দল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ১৭ই,মার্চ :: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে পানীয় জল ইস্যুতে ফের অস্বস্তিতে শাসক দল। নিয়মিত ও পর্যাপ্ত পানীয় জল সরবরাহের দাবিতে এবার বাঁকুড়ার সিমলাপালের লক্ষীসাগর স্কুল মোড় ও শিলাবতী নদীর মালুম ঘাট এই দুই জায়গায় জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের ‘পাম্প হাউসে’ তালা ঝোলালেন এলাকার সম্মিলিত প্রমীলা বাহিনী। শুক্রবার সকালে লক্ষীসাগরের শিবতলা, বৈষ্ণব পাড়া, তাঁতি পাড়া এলাকার মহিলারা ঐ দুই পাম্প হাউসে তালা ঝোলান।

ঐ এলাকার মানুষের অভিযোগ, গত কয়েক বছর আগে জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের পক্ষ থেকে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য পাইপ লাইন বসানোর কাজ শেষ হয়। আনুষ্ঠানিকভাবে জলসরবরাহের কাজ শুরু হয়, কিন্তু পর্যাপ্ত জল কোন দিন মেলেনি। এমন অনেক জায়গা আছে যেখানে শুরুর দিন থেকে এক ফোঁটাও জল পড়েনি।

কর্তৃপক্ষকে বিষয়টি বারবার জানিয়েও কোন কাজ হয়নি। আসন্ন গ্রীষ্মের মরশুম শুরুর আগে অবিলম্বে পর্যাপ্ত জল সরবরাহ শুরু না হলে এর ‘প্রভাব’ আগামী পঞ্চায়েত নির্বাচনে পড়বে বলেই তাঁরা জানিয়েছেন।

স্থানীয় মানুষের বক্তব্যকে সমর্থণ জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্বও। দলের লক্ষীসাগর অঞ্চল কনভেনর জীবন দালাল বলেন, এলাকায় জল সমস্যা আজকের নয়, দীর্ঘদিনের। কিছু কিছু জায়গায় ‘পাইপ সাজানো আছে’। যা হয়েছে তা মানুষের ‘ক্ষোভের বহিঃপ্রকাশ’ বলেও তিনি দাবি করেন।

এপ্রসঙ্গে লক্ষীসাগর অঞ্চল তৃণমূল সভাপতি ঝন্টু কোটালের দাবি, এলাকায় জলের বিশাল বড় কিছু সমস্যা নেই। মানুষ আমাদের সঙ্গেই আছেন। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগেই জল সমস্যার সমাধান হবে বলে তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =