নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম :: ১৮ই,মার্চ :: বীরভূমে নদী থেকে মিলছে সোনা, ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। ঘটনা প্রসঙ্গে জানা গেছে রবিবার বীরভূমের পারকান্দি গ্রামের বাসলই নদীতে কিছু কাজে যান স্থানীয় এক বাসিন্দা। এরপর তিনি দেখতে পারেন নদীর মধ্যে একাধিক সোনার দুল , সোনার টিকলি। দ্রুত ঘটনার খবর ছড়িয়ে পড়ে।
এরপর অনেকেই নদীর সংলগ্ন এলাকায় ভিড় জমান। অনেকেই সংলগ্ন নদী থেকে সোনার অলংকার পেয়েছেন বলে জানা গেছে। তবে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন একদল দুষ্কৃতী তাদের অনেকের কাছ থেকে সোনা নিয়ে চম্পট দেয়। প্রসঙ্গত ঘটনার খবর প্রকাশ্যে পেতেই একদল দুষ্কৃতী পুলিশ সেজে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সোনা নিয়ে চম্পট দেয়।
কিন্তু এত সোনা নদীতে কোথা থেকে এলো এই সম্পর্কে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ১৫ বছর আগে দুই কলসী মোহর নদী থেকে তুলে রাজবাড়িতে রাখা হয়েছিল। রাজবাড়ীর অধিকাংশ জায়গা সুবর্ণরেখা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। অনেকেই মনে করছেন নদীগর্ভে রাজবাড়ীর অধিকাংশ অংশ বিলীন হওয়ার সাথে সাথে সোনাও নদীর জলে ভেসে গিয়েছে।
প্রসঙ্গত সুবর্ণরেখা নদীর জল বাসলই নদীতে গিয়ে মিশেছে। সেই কারণেই নদীতে সোনা পাওয়া যাচ্ছে। এই ঘটনার খবর স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে পৌঁছানোর পর গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে।