ব্যুরো নিউজ :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: ১৯ শে মার্চ :: মাউন্ট এভারেস্ট বরাবরই পর্বত আরোহীদের কাছে বিশেষ আকর্ষণীয়। গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্বতারোহী প্রতিবছর পর্বত আরোহনে এসে থাকেন। এবারের বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছেন নতুন এক তথ্য, এই তথ্যে বলা রয়েছে বরফের নিচে অসংখ্য ভাইরাস ও অনুজীব চাপা পড়ে রয়েছে।
প্রসঙ্গত এই গবেষণায় বলা হয়েছে পাহাড়ে দূষণ ছড়াচ্ছে। এছাড়া পর্বতারোহীদের বর্জ্য পদার্থ, ফেলে দেওয়া প্যাকেট, এছাড়া আরো বিভিন্ন জিনিস থেকে ভাইরাস ও অণুজীবের সৃষ্টি হচ্ছে। যেগুলি বরফের নিচে চাপা রয়েছে, উল্লেখ্য বরফে ভাইরাস ও অণুজীব দীর্ঘদিন বেঁচে থাকে।
বরফের তলায় চাপা পড়ে রয়েছে প্রচুর ভাইরাস। তবে তাদের মধ্যে বেশিরভাগেরই নাম সহ বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায়নি। নাম ও বৈশিষ্ট্যগুলি জানার চেষ্টা চালানো হচ্ছে বৈজ্ঞানিক মহল থেকে।