সিদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: ১৯ শে মার্চ :: আগে প্রতিদিন কয়েকশো গরীব মানুষ এখান থেকে চিকিৎসা পেত এখন সেই দাতব্য চিকিৎসা বন্ধ। দাতব্য চিকিংসালয় এখন অটো স্ট্যান্ডের পরিনতি হয়েছে । সেই নিয়ে অত্যন্ত ক্ষোভ প্রকাশ এলাকার স্থানীয় বাসিন্দাদের। ২০১০ সালের দাতব্য চিকিংসা লয় এখন অটো স্ট্যান্ড এর পরিনতি হয়েছে ।
যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল গোটা স্বাস্থ্য কেন্দ্র চত্বরে। চিকিংসক নেই আছে বিল্ডিং কিন্তু তা আগাছায় পরিণত হয়েছে । সাধারণ মানুষ জনের স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে সালে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের ও স্বাস্থ্য দপ্তরে যৌথ উদ্যোগে নব কলেবরে গড়ে উঠেছিল এই দাতব্য চিকিংসালয়টি তার দশা এখন ভগ্ন।
অভিযোগ এখানে আর চিকিৎসা পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ জন।তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে এই দাতব্য চিকিংসালয়টি ? কিন্তু সমস্যা কবে সমাধান তা জানা নেই কারোও । প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তরুন কুমার রায় তিনি এই বিষয়টি নিয়ে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন ।
তিনি বলেন এটা অত্যন্ত নিন্দা জনক বিষয় এটা হওয়া উচিত নয় কারণ হলো সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য এই স্বাস্থ্য কেন্দ্রে নির্মাণ হয়ে ছিলো সেখানে যদি অটো স্ট্যান্ড থাকে তা অত্যন্ত লজ্জাজনক ও মর্মাহত বিষয়। যদিও এ বিষয়ে জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল তিনি জানিয়েছেন।