নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: ১৯ শে মার্চ :: জিতেন্দ্র তেওয়ারিকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন সিজিএম তরুণ কুমার মন্ডল। আগামী ২৭ মার্চ তাকে আবার আদালতে তোলা হবে বিচারক নির্দেশ দেন। সওয়াল-জবাব শেষ হওয়ার এক ঘন্টারও বেশি সময় পরে সকাল এগারোটা নাগাদ বিচারক রায় দেন।
এরপর যখন জিতেন্দ্র তেওয়ারিকে আদালত থেকে বার করে গাড়িতে তোলার বিজেপির কর্মী ও সমর্থকেরা বিক্ষোভ দেখান।
তারা দাবি করেন, অনুব্রত মন্ডলকে এসি গাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে তাদের নেতার ক্ষেত্রে সাধারণ গাড়িতে কেন হবে? তা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এরপর কোন মতে পুলিশ তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়।
পরে সরকারি আইনজীবী বলেন, বিচারক ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির
৩০৪( ২), ৩০৮ ও ৩৪ নং ধারায় মামলা করা হয়েছে। নিজেই সওয়াল করলেন জিতেন্দ্র তেওয়ারি