ব্যুরো নিউজ :: সংবাদ প্রবাহ :: ঢাকা :: ১৯ শে মার্চ :: এবার বাংলাদেশের নারায়ণগঞ্জ শহরে শনিবার একটি দোতলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরপরই আগুন লেগে যায় ভবনটিতে। বিস্ফোরণের পর দোতলা ভবনের একাংশ ধসে পড়েছে। এই ঘটনায় ১ জন নিহত ও ১০ জন গুরুতর আহত হয়েছেন। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্প্রতি ঢাকার গুলিস্তানে সিদ্দিকবাজারে ক্যাফে কুইন ভবনে ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে এখন পর্যন্ত ২৫ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক। তাদের মধ্যে এখনো বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অপরদিকে সায়েন্সল্যাবেও একটি তিনতলা ভবনে একই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে মারা যান পাঁচজন। এছাড়াও চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে ৬ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।