অসময়ে তুষারপাত সান্দাকফুতে, বৃষ্টিপাতের কারণে সমতলের তাপমাত্রা নিম্নমুখী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দার্জিলিং :: ২০শে, মার্চ :: শীতের বিদায় সম্পন্ন হয়েছে, বসন্তকালেরও শেষ মুহূর্ত। হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, অনেকেই আবার পরিবর্তনের কারণ শিলাবৃষ্টিরকে চিহ্নিত করেছেন। আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাস ছিল রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই পূর্বাভাস অনুযায়ী রবিবার ভোর থেকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টি হয়েছে।

সবথেকে বড় প্রাপ্তি দার্জিলিংয়ের সান্দাকফুতে তুষারপাতের ঘটনা ঘটেছে। শুধু সান্দাকফু নয় দার্জিলিংয়ের আরও বেশ কিছু অঞ্চলে তুষারপাতের ঘটনা ঘটেছে। তুষারের চাদরের ঢাকা পড়েছে বিস্তীর্ণ এলাকা গুলি। অসময়ে তুষারপাত হলেও পর্যটক মহল বেজায় খুশি। গোটা শীতকাল তুষারপাতের আশায় বসেছিল পর্যটকরা, অবশেষে সেই আশা তাদের পূরণ হয়েছে।

সান্দাকফুতে তুষারপাতের ঘটনা উপভোগ করেছেন পর্যটকরা। তবে রবিবার ঝড় বৃষ্টির কারণে পাহাড়ের রাস্তায় বিদ্যুৎপোলের মধ্যে বেশ কিছু গাছ পড়ে যায়। যাতায়াত ব্যবস্থা কিছু সময়ের জন্য বিঘ্নিত হয় বলে জানা গেছে। পাহাড়ে তুষারপাত ও সমতলে বৃষ্টির কারণে উত্তরবঙ্গ জুড়ে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হয়েছে। পুনরায় শীতের আমেজ ফিরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 18 =