ভাঙ্গন শাসক শিবিরে হাত শক্ত কংগ্রেসের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: ২২শে, মার্চ :: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে প্রত্যেকটি দল নিজের সংগঠন মজবুত করার লক্ষ্যে নেমে পড়েছে। চলছে দল ভাঙ্গা গড়ার খেলা। শাসক শিবিরে ধ্বস নামিয়ে জাতীয় কংগ্রেসের হাত শক্ত করল মালদার রতুয়া দুই নং ব্লকের পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রায় দেড় শতাধিক ভোটার।

সোমবার পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর সংসদে প্রায় দেড় শতাধিক ভোটার তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করল। এর ফলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ভালো কল করবে বলেই আশাবাদী তারা। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওল্ড মালদা বিধানসভার প্রাক্তন কংগ্রেসের বিধায়ক অর্জুন হালদার,সহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।

মূলত অর্জুন হালদারের হাত ধরেই এই পালা বদল। এ বিষয়ে প্রাক্তন বিধায়ক অর্জুন হালদার বলেন, দিকে দিকে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি তারই প্রতিফলন হিসেবে দেখা যাচ্ছে দলে দলে মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করছেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এর প্রভাব পড়বে বলে তিনি মনে করেন। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএমের সঙ্গে জাতীয় কংগ্রেসের জোটের ব্যাপারেও তিনি ইঙ্গিত দিয়েছেন।

সদ্য কংগ্রেসে যোগ দেওয়া নিষাদ হোসেন বলেন,এতদিন আমি তৃণমূল কংগ্রেস করতাম।কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেস দুর্নীতি জড়িয়ে পড়ছে।একশো দিনের কাজ থেকে শুরু রেশন দুর্নীতি কয়লা চুরি, আবাস যোজনায় দুর্নীতি।এসব দেখে আমরা শতাধিক ভোটার তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসের যোগদান করলাম।আশা করছি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 7 =