নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: ২২শে, মার্চ :: ৩৮ টি টিয়া পাখি সহ এক পাচারকারীকে গ্রেফতার করল বর্ধমান বনবিভাগ। পূর্ব বর্ধমান জেলা বনাধিকারিক নিশা গোস্বামী জানান, তাদের কাছে খবর ছিল বেআইনি ভাবে টিয়া পাখি বর্ধমান থেকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। সেই মত বনবিভাগের কর্মীরা শহরের বিভিন্ন প্রান্তে নজরদারি চালাচ্ছিলেন।
বুধবার ভোড় চারটে নাগাদ বর্ধমান শহরের তিনকোনিয়া বাসস্ট্যাণ্ড এলাকা থেকে ৩৮ টি টিয়াপাখি সহ সেখ ইসরাইল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে বনদপ্তরের কর্মীরা। নিশা গোস্বামী জানান, এই দেশি টিয়াগুলি বর্ধমান থেকে আরামবাগ নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত ইসরাইলের বাড়ি বর্ধমান শহরের দুবরাজ এলাকায়।
ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে পেশ করেছে বনদপ্তর। যদিও ধৃত ইসরাইল জানিয়েছে, সে টিয়া পাখি পাচারের সাথে যুক্ত নয়। লাল বাবু নামে এক ব্যক্তি এই টিয়াগুলি নিয়ে যাচ্ছিল।