নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: ২২শে, মার্চ :: অনূর্ধ্ব ১৯ মহিলাদের বিশ্বকাপ জয়ী দলের সদস্য এছাড়া সিনিয়র মহিলাদের বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ সদস্য রিচা ঘোষ আজ বাড়ি ফিরলেন। এদিন তাকে বাগডোগরা বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যান শিলিগুড়ি পুরোনিগমের মেয়র গৌতম দেব এছাড়া আরো অন্যান্যরা। শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব তার হাতে পুষ্পস্তবক তুলে দেন।
হাতি মোড় থেকে হুড খোলা গাড়িতে চেপে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন রিচা। তাকে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয়।এদিন তিনি শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তাকে জিজ্ঞাসা করা হয় এতদিন পরে বাড়িতে ফিরছেন মায়ের কাছে তার আবদার কি? তিনি উত্তরে জানান মায়ের হাতের রান্না খেতে চান তিনি। রিচা ঘোষের বাবা মানবেন্দ্র ঘোষ জানান, এতদিন পর তাদের মেয়ে বাড়িতে ফিরেছে , বাড়িতে তার জন্য ডাল ভাত আলু ভাজা রান্না করা হয়েছে।
বিরিয়ানি চিলি চিকেন জাতীয় খাবার সব জায়গায় পাওয়া যায়। তাই বাড়ি তৈরি এই খাবারগুলি স্পেশাল। রিচা আরো জানিয়েছেন তার বাবা হলো তার অনুপ্রেরণা। অনেকদিন পর নিজেদের মেয়েকে কাছে পেয়ে খুশি তার পরিবারের সদস্যরা।