কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ২৩শে, মার্চ :: পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক ময়দানে দড়ি টানাটানি তত বাড়ছে। সোমবার ।মালতিপুর বিধানসভার পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করেছিল প্রায় শতাধিক কর্মী। বুধবার তারই পাল্টা সভা করলো তৃণমূল কংগ্রেস।
আর সেই মঞ্চেই বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী।মূলত তার হাত ধরেই শতাধিক কর্মী বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। বিজেপি থেকে ভয়ংকর সাম্প্রদায়িক দল হিসেবে কাজ করছে কংগ্রেস।
তারা মানুষকে বোকা বানিয়ে গ্রামের মানুষের ভোট নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের কংগ্রেসের নেতাদের রাস্তায় দাঁড় করিয়ে দাবাই(ওষুধ) খাইয়ে শাস্তি দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। তিনি আরো বলেন কংগ্রেস দল বদলের নাম করে প্রহসন করছে মানুষের সাথে। নিজেদের দলের লোককে নতুন করে ঝান্ডা ধরিয়ে অপপ্রচার চালাচ্ছে। মানুষ এর শাস্তি দেবে।