নিউজ ব্যুরো :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: ২৭শে, মার্চ :: দক্ষিণ আফ্রিকার এক তারকা ক্রিকেটার রয়েছেন যিনি মা দুর্গার ভক্ত। প্রতিটা সিরিজের আগে মা দুর্গার মন্দিরে যান প্রার্থনা করেন। দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটারের নাম কেশব মহারাজ। ভারতে চলছে নবরাত্রি উৎসব পালন, হিন্দুদের কাছে এই উৎসব যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
কেশব মহারাজ সহ যে সমস্ত বিদেশী ক্রিকেটাররা নবরাত্রিকে মানে তারাও এই উৎসব পালন করে। কেশবের আদি বাড়ি ভারতের উত্তর প্রদেশে, ১৯৮৪ সালে, তার বাবা পরিবার সমেত দক্ষিণ আফ্রিকার ডারবানে চলে যায়। সেখানেই বড় হয় কেশব মহারাজ। তবে ভারতীয় সংস্কৃতি, হিন্দু ধর্মকে বিন্দুমাত্র ভুলেনি কেশব। প্রতিটা সিরিজের আগে মাতা রানীর মন্দিরে গিয়ে প্রার্থনা করে সে।
এমনকি হিন্দু রীতিনীতি মেনে বিবাহ করেছে। তার বোনেরও হিন্দুর রীতিনীতি বিবাহ হয়েছে। ভারতীয় সংস্কৃতিকে এখনো মনের অন্তরালে রেখেছে দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার কেশব মহারাজ।