নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ২৭শে,মার্চ :: রবিবার এর বিকেলে মাত্র ঘন্টা খানেকের ঝড় আর শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি বাঁকুড়ার কোতুলপুর ব্লক এলাকার বিস্তীর্ণ অংশে। বিঘার পর বিঘা জমির ধান শুয়ে পড়েছে জমিতেই। সঙ্গে ঘরবাড়ির ব্যাপক ক্ষয় ক্ষতি তো আছেই। এই অবস্থায় প্রায় দিন আনা খাওয়া পরিবার গুলি চরম সমস্যায়।
সোমবার সকালে কোতুলপুরের লক্ষণহাটি দাস পাড়া গ্রামে গিয়ে দেখা গেল, অনেকের মাথা গোঁজার ঠাঁই টুকুও আস্ত নেই। অ্যাসবেসটাসের ভাঙ্গা চালাই এখন পলিথিন দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছেন অনেকেই।
অন্যদিকে খাঁটিপাড়া, ডিঙ্গল, আমদোহা মৌজায় ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষীরা জানিয়েছেন, মাত্র ঘন্টা খানেকের তুমূল ঝড় আর শিলাবৃষ্টিতে সব তছনছ করে দিয়ে গেল। ঋণ করে লাগানো ধান আর ঘরে উঠবেনা।
অন্য কোন আয়ের উৎস নেই, এই অবস্থায় কিভাবেই ঋণ শোধ হবে আর কিভাবেই দৈনন্দিন সংসার খরচ চলবে ভেবে উঠতে পারছেননা তাঁরা। এই অবস্থায় সরকারী সহায়তা ছাড়া কোনমতেই ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলেই তাঁরা জানিয়েছেন।