একাধিক চাকরি চোর, ডেভলপার, কন্ট্রাকটর সহ এই ধরনের সংস্থাগুলোকে এজেন্সি দেওয়া হয়েছিল দুর্নীতি তন্ত্রের – দুর্গাপুরে মহঃ সেলিম

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: ২৭শে,মার্চ :: মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর ঘোষণা করেছিলেন মুকুল রায় কালীঘাটে বসবেন। আর সেই সময় বেকার যুবকরা এবং তাদের অভিভাবকেরা কালীঘাটে গিয়ে চাকরি জন্য দরখাস্ত জমা দিয়ে আসতো।।

মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই ঘটনা ঘটতো আবার যখন তিনি মুখ্যমন্ত্রী হন তখনো সেই একই ঘটনা।
হাজার হাজার বেকার ছেলেমেয়েরা দরখাস্ত করেছিল ঠিকই তবে কেউ আজ পর্যন্ত চাকরি পায়নি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন রাজনীতিতে নিয়ে আসেন তখন তিনি যুবা তৃণমূল সংগঠন করেছিলেন।।

একাধিক চাকরি চোর, ডেভলপার, কন্ট্রাকটর সহ এই ধরনের সংস্থাগুলোকে এজেন্সি দেওয়া হয়েছিল দুর্নীতি তন্ত্রের। সোমবার সকালে দিল্লি থেকে বর্ধমানে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে দুর্গাপুরে এসে সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোঃ সেলিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + twelve =