মঙ্গলবার রাষ্ট্রপতির বেলুড় মঠে সফর উপলক্ষে হাওড়ায় কড়া নিরাপত্তা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ২৮শে মার্চ :: মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির বেলুড় মঠে সফরের জন্য হাওড়াতেও শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাঁর সফরের জন্য মঙ্গলবার সকাল থেকেই হাওড়ায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে প্রশাসন সূত্রের খবর। এদিকে, রাষ্ট্রপতির সফর উপলক্ষে এদিন নিরাপত্তার চূড়ান্ত মহড়া হয়েছে বেলুড়ে।

মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা হয়েছে বেলুড় মঠ সহ রাষ্ট্রপতির এখানে আসা ও যাওয়ার সমগ্র যাত্রাপথ। এদিন প্রায় ঘন্টাখানেক জি টি রোডের সমস্ত যান চলাচল বন্ধ রেখে নিরাপত্তার খুঁটিনাটি দেখে যান হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। ছিলেন রাষ্ট্রপতির নিরাপত্তায় নিযুক্ত আধিকারিকরাও।

রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে এই প্রথম রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার সকালে ৯টা নাগাদ বেলুড় মঠে আসার কথা রাষ্ট্রপতির। থাকবেন প্রায় ঘন্টাখানেক। মঙ্গলবার বেলুড় মঠ দর্শন ছাড়াও তাঁর কলকাতা ও শান্তিনিকেতনে আরও দুটি অনুষ্ঠান রয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে কলকাতা থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে সড়ক পথেই বেলুড়ে আসবেন রাষ্ট্রপতি।

তাঁর এই যাত্রাপথকে নির্বিঘ্ন করতে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে সমগ্র যাত্রাপথ। বালির সমগ্র জিটি রোডের দু’পাশে দেওয়া হয়েছে বাঁশ ও শালখুঁটি দিয়ে শক্তপোক্ত ব্যারিকেড। মঙ্গলবার সকাল থেকে বেলা ১০টা পর্যন্ত রাষ্ট্রপতির সেখানে থাকাকালীন সময়ে দর্শক ও ভক্তবৃন্দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেলুড় মঠে ঘন্টাখানেকের থাকার কথা রয়েছে দ্রৌপদী মুর্মুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 10 =