৩৩৪২ টি পঞ্চায়েতের মোট ১২ হাজার কিমি রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিঙ্গুর :: ২৮শে মার্চ :: হুগলির সিঙ্গুরের দুর্গাপুর হাইওয়ের পাশে রতনপুরে সুবিশাল মঞ্চ থেকে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের ৩৩৪২ টি পঞ্চায়েতের মোট ১২ হাজার কিমি রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি এই প্রকল্পের পোশাকি নাম ‘পথশ্রী ও রাস্তাশ্রী’।

উপস্থিত আছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না, জেলাশাসক দীপাপ্রিয়া পি, গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ সহ সকরারি আধিকারিকরা। গোটা এলাকা নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলেছে পুলিশ।

শাসক শিবির সূত্রে খবর, উদ্বোধনের সময় স্থানীয় বিধায়ক ছাড়া জেলার অন্যান্য বিধায়কদের নিজ নিজ এলাকায় সংশ্লিষ্ট প্রকল্পের দায়িত্বে থাকার নির্দেশ এসেছে। নিয়োগ দুর্নীতিতে জর্জরিত শাসক শিবির ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে এই প্রকল্পের মাধ্যমে সিঙ্গুরের মাটি থেকেই গ্রামের মানুষের মন জয় করতে চাইছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 8 =